ডেলিভারি বয়ের মন্তব্যের ফাঁদে ৬৬ মহিলা, ধর্ষণের শিকার  – KolkataTimes
May 14, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ডেলিভারি বয়ের মন্তব্যের ফাঁদে ৬৬ মহিলা, ধর্ষণের শিকার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নলাইন বিপণির এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে ফাঁদে ফেলে অন্তত ৬৬ জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের হুগলিতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যের বিষয়ে মন্তব্য নেওয়ার নামে প্রথমে নারীদের ফোন নম্বর সংগ্রহ করতেন কেওটার বাসিন্দা বিশাল বর্মা। এরপর বিভিন্ন সময়ে ফোন করে তাদের সঙ্গে ভাব জমাতেন। ভিডিও কল করে ওই নারীদের বিভিন্ন মুহূর্তের ছবির স্ক্রিনশট রেখে দিতেন বিশাল। এরপর সুযোগ বুঝে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে একের পর এক নারীকে ধর্ষণ করতেন।

এমন ফাঁদে ফেলে অন্তত ৬৬ জন নারীকে ধর্ষণ করেছেন বিশাল বার্মা। এ অভিযোগে গত শনিবার রাতে সুমন নামে তার এক বন্ধুসহ তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাদেরকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন

পুলিশ বলছে, চুঁচুড়ার এক গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি বিশালের এই অপকর্মের কথা জানতে পারে পুলিশ। ওই নারীর অভিযোগ, এমন ফাঁদে ফেলে বিশাল তাঁকেও ধর্ষণ করেছিলেন। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার গয়নাও হাতিয়ে নিয়েছেন। ওই নারী আরও দাবি করেন, বিশাল সেই সময় তাকে জানান, তিনি তার ৬৬তম ‘শিকার’।

গত শনিবার রাতে চুঁচুড়া থানার কর্মকর্তা তীর্থসারথি হালদারের নেতৃত্বে একটি দল ব্যান্ডেলের কেওটার ত্রিকোণ পার্কে অভিযান চালায়। এ সময় বিশালের বাড়িতে ঢুকে তাকে এক নারীর সঙ্গে দেখতে পায় পুলিশ।

পুলিশ জানায়, ওই নারীকেও একইভাবে ভয় দেখিয়ে শ্লীলতাহানি করেছেন বিশাল। তার মোবাইল তল্লাশি করে অসংখ্য নারীর ছবি ও ভিডিও পেয়েছে পুলিশ।

বিশালের মোবাইলে পাওয়া ছবি দেখে সুমন মণ্ডল নামে তার এক সহযোগীর সন্ধান পায় পুলিশ। সুমন পেশায় রঙমিস্ত্রি। তিনিও কেওটারই বাসিন্দা। মাস চারেক আগে বিয়ে করেন সুমন। তার পরিবারের দাবি, এসব কিছুই জানতেন না তারা।

Related Posts

Leave a Reply