‘ডেল্টা-ইউকে’র হানা কি বঙ্গে করোনার তৃতীয় ঢেউ উপস্থিতের সংকেত
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
শিলিগুড়িতে একসঙ্গে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ও ইউকে স্ট্রেনের সংক্রমণে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বাংলায় আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।
নয়া রূপ নিয়ে করোনা হানা দিয়ে চলেছে। আগেই দু-দুটি ঢেউ বয়ে গিয়েছে করোনার। এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। ভারতও তার বাইরে নয়। পশ্চিমবঙ্গেও এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই মিলেছে করোনার ডেল্টা-ইউকে স্ট্রেনের উপসর্গ
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্ঠিক ল্যবরেটরি থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ করতে নমুনা পাঠানো হয়েছিল কলকাতায়। শিলিগুড়ি মহামায়া কলোনি, মাটিগাড়া ব্লকের বাসিন্দা ইউকে স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। শিলিগুড়ির সূর্যসেন কলোনি, চম্পাসির, নৌরাঘাট, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্মী, দার্জিলিংয়ের মংপুর রিসভের বাসিন্দা ডেল্টা ভ্যারিয়েন্টা আক্রান্ত।