৬০ গুণ বেশি সংক্রামক ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই থার্ড ওয়েভ ডাকবে : শঙ্কায় গবেষকরা
কলকাতা টাইমস :
ফার্স্ট ওয়েব – সেকেন্ড ওয়েভ কোন ভাবে কাটিয়েছে মানুষ। এতেই প্রাণ ওষ্ঠাগত। এবার কিনা শিয়রে থার্ড ওয়েভ। এরই মধ্যে আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। গবেষকরা মনে করছেন এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই ডেকে আনবে করোনার থার্ড ওয়েভ। কারণ ভয়ঙ্কর এই করোনা ভাইরাসের সংক্রমণ। আলফা ভ্যারিয়েন্টের থেকে ৬০ গুণ বেশি সংক্রামক এই ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই ভারতের একাধিক জায়গায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। সেটাই ভাবিয়ে তুলেছে গবেষকদের।
গোটা দেশে কমছে করোনা সংক্রমণ। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। করোর সংক্রমণের সঙ্গে সঙ্গে করোনার দৈনিক মৃত্যুও অনেকটাই কমেছে। একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, তেলঙ্গানা সহ একাধিক রাজ্যে খুলে গিয়েছে দোকান-বাজার শপিং মল।