চীনকে দ্বিখণ্ডিত করার দাবি, সঙ্গে শি জিনপিংয়ের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ !
কলকাতা টাইমসঃ
চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ, সঙ্গে স্বাধীনতার দাবি! সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত হয় এই নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচি। জানা যাচ্ছে, প্রতিবাদ কর্মসূচিতে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর সম্প্রদায়ের লোকেরা ওই প্রদেশকে পূর্ব তুর্কমেনিস্তান হিসেবে নামকরণের দাবি তোলেন।
চীনের রাষ্ট্রীয় দমন-পীড়ন এবং শি জিনপিং এর বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। চীনের রাষ্ট্রপতির নানান ব্যাঙ্গাত্মক ছবিও প্রদর্শন করা হয় সেই বিক্ষোভে।বিক্ষোভকারীরা চীনে বসবাসকারী উইঘুর এবং তিব্বতি সংখ্যালঘু সম্পদ্রায় এবং হংকংয়ের স্বাধীনতার দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন টোকিওতে বসবাসকারী হংকংয়ের বাসিন্দারা।