প্রাকৃতিকভাবেই রোধ করা সম্ভব ডেঙ্গু !
কলকাতা টাইমসঃ
ডেঙ্গু নিবারণে যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানীদের। সাম্প্রতিক এক আবিষ্কার বলছে প্রাকৃতিকভাবেই রোধ করা সম্ভব ডেঙ্গু। জানা যাচ্ছে, একধরণের ব্যাকটেরিয়ায় আক্রান্ত মশা ডেঙ্গুর বিস্তার রোধ করতে সক্ষম। পরীক্ষাটি চালানো হয়েছে ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা শহরে।এই পরীক্ষায় ব্যবহার করা হয়েছে ওলবাকিয়া ব্যাকটেরিয়ায় আক্রান্ত মশাকে।ওলবাকিয়া মশার ক্ষতি করে না কিন্তু ডেঙ্গু ভাইরাসের উপাদানটিকে ধ্বংস করে দিতে সক্ষম।ওলবাকিয়া মশার শরীরে ঢুকে দীর্ঘ সময় ধরে বংশপরম্পরায় মশার ডেঙ্গু ইনফেকশন ছড়ানো থেকে সুরক্ষা দেবে।
ইয়োগিয়াকার্তা শহরকে ২৪টি জোনে ভাগ করে অর্ধেক পরিমাণ মশা ছাড়া হয়েছিল। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে জানায়, ডেঙ্গু আক্রান্তের ঘটনা প্রায় ৭৭ শতাংশ কমানো গিয়েছে। মাত্র ১৪ শতাংশ মানুষকে হাসপাতালে চিকিৎসার সাহায্য নিতে হচ্ছে। প্রসঙ্গত, ৫০ বছর ধরে ধীরে ধীরে ডেঙ্গু মহামারীর আকার নিয়েছে। বর্তমানে বছরে প্রায় ৪০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।