বিশ্বে সবচেয়ে আনন্দে থাকে ডেনমার্কের মানুষেরা
কলকাতা টাইমসঃ
২০১৮ সালের পৃথিবীর সবথেকে ‘আনন্দিত দেশের’ জায়গা দখল করে নিলো ডেনমার্ক। এর আগে অন্তত ছ’বার এই খ্যাতি লাভ করেছে দেশটি। জানা গেছে সেদেশের ‘হাইজি’ সাংস্কৃতির ফলেই এটা সম্ভব হয়েছে। ‘হাইজি’ তারা উচ্চারণ করেন ‘হো-গা’ বলে। শব্দটি ২০১৭ সালে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পায়। সেখানে ‘হাইজি’ শব্দের অর্থ আরামদায়ক হিসেবে।
মোদ্দা কথা আদতে ভালো থাকার নামই ‘হাইজি’ই। ডেনমার্কের মানুষের কোনও দুঃশ্চিন্তা নেই, কারণ সেখানে সরকার বহন করে মানুষের চিন্তা। নাগরিকদের স্বাস্থ্য ও শিক্ষা সেখানে বিনামূল্যে পাওয়া যায়। বিশ্বের মধ্যে সবথেকে ভালো পেনশন ব্যবস্থা রয়েছে সেখানে। দেশের প্রত্যেকেই তার সর্বোচ্চ আয়কর প্রদান করেন। দেশের মানুষের এই সহযোগিতাই দেশকে সমৃদ্ধ করেছে। সে কারণেই নাগরিকরা আনন্দে দিন কাটান।