ইউক্রেনে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করলো মরিয়া হয়ে ওঠা রাশিয়া

কলকাতা টাইমসঃ
ইউক্রেনে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করলো মরিয়া হয়ে ওঠা রাশিয়া। জানা যাচ্ছে ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের একটি ভূগর্ভস্থ অস্ত্রাগারে এই হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের বন্দর নগরী ওডেসার কাছে সামরিক বাহিনীর একটি রেডিও এবং অনুসন্ধান কেন্দ্র ধ্বংস করে দিয়েছে রাশিয়া।
অন্যদিকে ব্রিটিশ গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, বিগত দু’দিনে বেশকিছু রাশিয়ান ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে ইউক্রেন সেনা। প্রবল চেষ্টা করেও এখনো রাজধানী কিভের দখল নিতে সক্ষম হয়নি রুশ সেনা। যে কারণে আরও বিধ্বংসী আক্রমণের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে ইউক্রেনের বহু সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন ব্রিটিশ গোয়েন্দারা।