সুবিধা সত্বেও সাবধান ধাতব টাইলস থেকে
কলকাতা টাইমস :
আভ্যন্তরীণ গৃহসজ্জার ক্ষেত্রে সাম্প্রতিকতম উন্মাদনা ধাতব টাইলস। ধাতব টাইলস এর এই নতুন ট্রেন্ড বিলাসিতা ও স্টাইলের এক অভিনব সম্মিলন। তবে আসুন গৃহসজ্জায় ধাতব টাইলস ব্যবহারের আগে এর সুবিধা-অসুবিধাগুলো জেনে নেওয়া যাক।
সুবিধা
উষ্ণ সোনা, পিতল ও কপার এর ধাতব টাইলস আভ্যন্তরীণ গৃহসজ্জায় ব্যাপক উন্মাদনা নিয়ে আসে। আর দেয়ালের যেকোনো ধরনের রংয়ের সাথেই এগুলো মানানসই।
ধাতব টাইলস সবসময়ই আদ্রতা প্রতিরোধক।
ধাতব টাইলস থাকলে আপনার ঘরের দেয়ালকে আর বাড়তি কোনো গৃহসজ্জায় সজ্জিত করার দরকার পড়বে না।
ধাতব টাইলস স্থায়ী হওয়ায় আপনার ঘরটি যেন সব সময়ই অতিথিদের জন্য প্রস্তুত থাকবে।
কিচেন, বাথরুম বা বসতঘরে মেটালিক টাইলস আপনার ঘরকে আন্তর্জাতিক মানের করে তুলবে।
এমনকি যদিও সবচেয়ে চাকচিক্যপূর্ণ জিনিসগুলোর রক্ষণাবেক্ষণই সবচেয়ে জটিল তথাপি ধাতব টাইলসগুলো সহজেই ঠিকঠাক রাখা যায়।
অসুবিধা
আমাদের দেশের বসতবাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ যেহেতু বেশির ভাগ ক্ষেত্রেই টাকার বিনিময়ে অন্যকে দিয়ে করানো হয় সেহেতু ধাতব টাইলসগুলোর ব্যাপারে একটু বেশি সাবধান হতে হবে। ক্ষয়জনিত কারণে গৃহসজ্জার পুরো চেহারাটাই হয়তো ধ্বংস এবং আপনার বিনিয়োগের পুরোটাই বিফলে যেতে পারে।
গৃহসজ্জায় ধাতব টাইলস এর ব্যবহার খুব একটা সাশ্রয়ী ব্যাপার নয়। গৃহসজ্জায় ধাতব টাইলস ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়টি প্রতিবন্ধকও হয়ে উঠতে পারে।