ম্যাচ রেফারির ক্লিনচিট সত্বেও আইসিসির শাস্তির মুখে জাদেজা
কলকাতা টাইমসঃ
ম্যাচ রেফারির ক্লিনচিট সত্বেও আইসিসির কোপের মুখে জাদেজা। জানা যাচ্ছে, খেলা চলাকালীন রেফারিকে না জানিয়ে আঙুলে মলম লাগানোর অভিযোগে জাদেজার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার নামের পাশে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বল করার সময় মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজকে দেখা যায় জাদেজাকে মলমের মতো কিছু দিতে। সেই নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠে। আইসিসি জানিয়েছে, আম্পায়ারের কাছ থেকে অনুমতি না নিয়েই খেলার মধ্যে মলম লাগানোর জন্যই শাস্তি দেওয়া হয়েছে জাজেদাকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, মাঠের আম্পায়ারকে জিজ্ঞেস করে তবেই আঙুলে মলম লাগানো উচিত ছিল জাদেজার।