সতর্ক করা সত্বেও হামলা ঠেকাতে না পারায় ১০০ কোটির জরিমানা এফবিআইকে
কলকাতা টাইমসঃ
৪০ দিন আগে সতর্ক করা সত্বেও বন্দুক হামলা ঠেকাতে না পাড়ার জন্য প্রায় ১০০ কোটি টাকা জরিমানা করা হলো এফবিআইকে। প্রসঙ্গত, ফ্লোরিডার মায়ামীর পার্কল্যান্ড এলাকার মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জনের মৃত্যু হয়। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঐ স্কুলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণে চরম ব্যর্থতার খেসারত হিসেবে গুলিতে নিহত ১৭ জনের স্বজন এবং গুরুতরভাবে আহত আরো ১৭ জনকে মোট ১৩০ মিলিয়ন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা) দিচ্ছে এফবিআই।
জানা যাচ্ছে, ঐ হামলার ৬ সপ্তাহ আগে ঘাতক নিকলাস ক্রুজ (২৩) তার ইনস্টগ্রামে পোস্ট দেয় তার মারনাস্ত্র সম্পর্কে। যা দেখে এক মহিলা এফবিআইকে সতর্ক করেছিলেন। এর ঠিক ৪০ দিন পরই নিকলাস স্কুলে হামলা চালায়। হত্যাযজ্ঞের দুদিন পর এফবিআই স্বীকার করে, তারা আভাস পেয়েছিলেন কিন্তু প্রটোকল অনুযায়ী তদন্তে নামতে পারেনি।