ভারতীয় দলে সি গ্রেডেও স্থান নেই ধোনির
কলকাতা টাইমস :
এমনটা যে হবে গতকাল রাতে হয়ত স্বপ্নেও ভাবেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কোন চুক্তি করলো না ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি ঠাঁই হলনা সি গ্রেডের ক্রিকেটার হিসেবেও। ধোনির মতন ক্রিকেটারের এই পরিণতিতে যথেষ্ট বিড়ম্বনায় তার ভক্তকুল।
ক্রিকেটারদের সঙ্গে আজ বার্ষিক চুক্তি করে বিসিসিআই। তাতে এ গ্রেডে স্থান পেয়েছেন মাত্র ৩জন ক্রিকেটার। তারা হলেন, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ। যাদের বার্ষিক পারিশ্রমিক সাত কোটি টাকা । বি’ গ্রেডে স্থান পেয়েছেন বাংলার মহম্মদ শামি, যার পারিশ্রমিক ৪ কোটি টাকা। সি গ্রেডে অন্যদের সঙ্গে রয়েছেন ঋদ্ধিমান সাহা, যার পারিশ্রমিকের পপরিমান ১ কোটি টাকা। এই শ্রেণীতেও স্থান নেই হেলিকাপ্টার শর্টের কারিগরের।