November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আশ্চর্য হীরের জন্ম দিল এবিলিয়াথ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

য়েস ২৩ কোটি বছর। তবে শুধু বয়েসেই নয় নিজের উজ্বলতাতেও হার মানাতে পারে পৃথিবীর যাবতীয় লাবণ্যকেই। হ্যাঁ এমনই একটি আশ্চর্য হিরকখণ্ড উঠে এল রাশিয়ার ভূগর্ভ থেকে। আয়তন ৪৭*২৪*২২ মিলিমিটার। তার উজ্জ্বলতা হার মানাবে ভূবিজ্ঞানীরা বলছেন, হলদে-বাদামি এই বৃহদাকার হিরকখণ্ডটি ২৩ কোটি বছরের পুরনো হতে পারে।

শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ করে নিজেরাই বিক্রি করবে আলরোসা নামক সংস্থাটি নাকি অবিকৃত অবস্থায় নিলামে তোলা হবে। তবে হিরেটির দাম হবে কয়েকশো কোটি ডলার একথা নিশ্চিত।

২০১৭ সালের গ্রীস্মকালেও একটি বিরল গোলাপি হিরে পাওয়া যায় এই খনি থেকেই। তবে রাশিয়ায় অতীতে এই মাপের হিরকখণ্ড অতীতে কখনও পাওয়া যায়নি। সংস্থার কর্ণধার পাভেল ভিনিখিন স্বভাবতই উত্তেজনায় ফুটছেন। তার কথায়, স্মরণীয় আবিষ্কার হল আমাদের এই খনি থেকে।

Related Posts

Leave a Reply