হীরের মধ্যে হীরে !
কলকাতা টাইমসঃ
সাইবেরিয়ায় একটি খনিতে সন্ধান পাওয়া গেলো প্রাচীন এক বিরল হীরের। যা প্রায় ৮০০ মিলিয়ন বছর আগেকার প্রাকৃতিক এক হীরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটি হীরের অবয়বের মধ্যে পাওয়া গেছে আরও একটি হীরে। বিশ্বে এই প্রথম এই ধরনের কোনো হীরার সন্ধান পাওয়া গেল।
গত মঙ্গলবার রাশিয়ার সরকারি খনি থেকে এই হীরেটি পাওয়া যায়। রাশিয়ার আলরোসা কোম্পানি জানাচ্ছে, হীরাটির বাইরের অংশটি ০.৬২ ক্যারটের ও ভেতরের হীরাটি ০.০২ ক্যারটের। রাশিয়ার এক ধরণের পুতুল ম্যাট্রিওস্কার নামে নাম রাখা হয়েছে এই হীরার। ম্যাট্রিওস্কার সঙ্গে আকৃতির সাদৃশ্যের কারণেই এই নামকরণ।