‘অমরত্বের প্রত্যাশা’ না করা কবির সুমন কী এবার অমর হতে চাইলেন ?
কলকাতা টাইমসঃ
‘অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাবা / এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। এই গানের কবি এবং গায়ক, নব্বইয়ের দশকে বাংলা গানের ভাবনা চিন্তা উল্টে পাল্টে দেওয়া সুমন চাটুজ্জে ওরফে আজকের কবীর সুমন মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন। শেষ পর্যন্ত পক্ষান্তরে কি তিনি অমর হয়েই থাকতে চাইলেন। গত বুধবার এই অঙ্গীকারপত্রে সাক্ষর করার পর তিনি নিজেই ফেসবুকে তার একটি ছবি পোস্ট করেন।
ফেসবুকে তিনি লিখেন, ‘চেতন অবস্থায়, স্বাধীন ভাবে জানাচ্ছি, আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।’ প্রসঙ্গত, গত ২৭ জুন, রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। সেখানে চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ।