যুদ্ধবিমানের দিন কি তবে ফুরিয়ে এলো
কলকাতা টাইমসঃ
যুদ্ধবিমানের দিন কি তবে ফুরিয়ে এলো। কর্মদক্ষতায় মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫কে অবলীলায় হারিয়ে দিতে পাড়ে একটি আধুনিক ড্রোন। তেমনটাই মনে করেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও মহাকাশযান সংস্থা স্পেসএক্স কোম্পানির প্রধান ইলন মাস্ক। তার মতে, আগামী দিনে যুদ্ধের জন্য কেবল ড্রোনকেই ব্যবহার করা হবে।
প্রথমত দূর থেকে ড্রোন পরিচালনা করা সম্ভব। তাই এটি অনেক বেশি নিরাপদ। একই সঙ্গে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লকহেড মার্টিন নির্মিত এফ-৩৫ যুদ্ধ বিমানের একেকটির মূল্য প্রায় সাড়ে ৯ কোটি থেকে সাড়ে ১২ কোটি ডলার। অন্যদিকে এর থেকে অনেক কম খরচে যুদ্ধের জন্য প্রস্তুত করা যায় একটি আধুনিক ড্রোনকে।