আগে শুনেছেন এগুলো ?
কলকাতা টাইমসঃ
প্রায় না জানা কিছু কথা……
● পৃথিবীর মোট খেলনার ৭০ শতাংশই চিনে তৈরি হয়
● সর্বাধিক পোস্ট অফিস রয়েছে ভারতে।
● ইংরেজি ‘level’ শব্দটি উল্টে দিলেও তা একই থাকবে!
● ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো ‘E’ এবং সবচেয়ে কম ব্যবহার করা বর্ণ হলো ‘Q’।
● ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব রকমের ভিটামিন থাকে!
● পৃথিবীর মোট বিক্রি হওয়া মোমবাতির ৯৬ শতাংশই মেয়েরা কেনে।
● পাবলিক টয়লেট ব্যবহার করার পর বিশ্বের ৪২% পুরুষ এবং ২৫% মহিলাই তাদের হাত ধোয় না।
● সুইজারল্যান্ডের একজন মানুষ প্রতি বছর গড়ে প্রায় ১০ কেজি করে চকোলেট খায়।
● প্রতি মিনিটে বিশ্ব জুড়ে ৬ হাজার বারেরও বেশি বজ্রপাত হয়!
● আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় জলহস্তীর আক্রমণে !
● ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্ম ফ্রান্সে নয়, বেলজিয়ামে!
● কোথাও ভ্রমণ করার সময় মানুষ টুথব্রাশ নিতে সবচেয়ে বেশি ভুলে যায়।
● আগস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি। অর্থাৎ বিশ্বে আগস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয় !
● যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশবে ততক্ষণ তার স্বাদ পাবেন না !
● অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যবহার করা হয়।
● পাখিদের খাবার গেলার জন্য অভিকর্ষ বলের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেওয়া হয় পাখিটি খাবার গিলতে পারবে না !
● মেয়েদের হার্টবিট ছেলেদের থেকে দ্রুত।
● শুধু হার্টবিটেই মেয়েরা এগিয়ে তেমনটা নয়, মেয়েরা ছেলেদের চেয়ে দ্বিগুন গতিতে চোখের পাতা ফেলে!
● প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন পোহানো হতো! কারণ, সেখানে কাঠের অভাব মমির অভাব ছিলো না।