আগে জানতেন, প্লেনেরও রয়েছে হর্ন !
কলকাতা টাইমসঃ
আগে জানতেন, প্লেনেরও রয়েছে হর্ন। প্রয়োজনে তা বাঁজানোও হয়! তবে কী আকাশপথেও জ্যাম হয় ? না, প্লেনের হর্ন কিন্তু আকাশে ব্যবহার করা হয় না। গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা যখন ককপিটে থাকেন, তখন গ্রাউন্ড স্টাফদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এই হর্ন ব্যবহার করা হয়।
প্লেনের ককপিটে যে ইনস্ট্রুমেন্ট প্যানেল থাকে সেখানে ‘জিএনডি’ লেখা একটা বোতাম থাকে। এই বোতাম টিপলেই হর্ন বাজে। অনেকটা জাহাজ বা স্টিমারের হর্নের মতো আওয়াজ।
বিমানের কোথায় কোন সমস্যা হচ্ছে কিনা হর্নের ধরন শুনে বুঝতে পারেন ইঞ্জিনিয়াররা। এক একটি হর্নের সঙ্গে এক এক রকম আলোও লাগানো থাকে।