January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

জানতেন কি বেকিং সোডার এই মিরাক্কেল?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জাদার খাবার বানাতে বেকিং সোডার জাদু রাঁধুনীরা দেখেছেন। তবে রান্না ছাড়াও এই সোডার দারুণ কিছু ব্যবহার রয়েছে। এগুলোই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. এক চামচ বেকিং সোডার হালকা গরম পানিতে মেশান। এগুলো ফল ও সবজি পরিষ্কারের দারুণ উপকরণ। ময়লা ও কীটনাশক দূর করবে এটি।

২. বাসনের কালচিটে দাগ দূরীকরণে বেকিং সোডা কার্যকর উপাদান। সরাসরি সোডা নিয়ে বাসন মাজুন। ঝকঝকে হয়ে যাবে।

৩. একটি খালি কৌটা বা বাসনে বেকিং সোডা নিয়ে রেফ্রিজারেটরে রেখে দিলে বাজে গন্ধ দূর হবে।

৪. এক টেবিল চামচ বেকিং সোডা গরম পানিতে নিয়ে ধাতব ট্যাপ বা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন।

৫. এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ বেকিং সোডা মেশান। মরচে পড়া যেকোনো উপরিতলে এটা ঘষলে মরিচা চলে যাবে।

৬. যে সব খেলনা বা বাসন প্লাস্টিকের তৈরি সেগুলো পরিষ্কার করতে পানির সঙ্গে বেকিং সোডা ব্যবহার করুন।

৭. এক টেবিল চামচ বেকিং সোডা পানিতে নিয়ে সাদা কাপড় ধুলে উজ্জ্বলতা বাড়বে।

Related Posts

Leave a Reply