November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বলিউডের প্রথম জুটি দীপবীর যারা বিয়ের বীমা করিয়েছেন, কেন জানেন ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের বিয়েতেই প্রথম বার শোনা গেল বিয়ের বিমা করানোর কথা। খুব সম্ভবত বলিউডের প্রথম জুটি দীপবীর, যারা বিয়ের বিমা করালেন। কিন্তু এই বিয়ের বিমা ঠিক কী?

বিমা সংস্থা ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানির থেকে বিমা করিয়েছেন দীপিকা-রণবীর। ভারতের বালাড এস্টেট অফিস থেকে ‘অল রিস্ক পলিসি’ নথিভুক্ত হয়েছে তাদের এবং ইতালির লেক কোমোর বিয়ের দু’টি জায়গার ক্ষেত্রেও। কী কী রয়েছে এই বিমায়?

প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড ঘটলে টাকা ফেরত পাওয়া যাবে। চুরি, ছিনতাই, ডাকাতি হলেও টাকা ফেরত পাওয়া যাবে।দুর্ঘটনা বা মৃত্যুর কারণে বর বা কনের কেউ অনুপস্থিত থাকলে সেই কারণেও মিলবে টাকা। মিলবে কার্ড ছাপানোর খরচ, ক্যাটারার বা বিয়ের হল বুকিং বাবদ অগ্রিম যে টাকা দেওয়া হয়েছে, বিয়েবাড়ি সাজানোর জন্য অগ্রিম, বিয়ে সংক্রান্ত কারণে হোটেল বুক করা থাকলে কিংবা টিকিট কাটা থাকলে সেগুলোও পড়ছে এই বিমার আওতায়। 

হবু বর বা কনে দুর্ঘটনাজনিত কারও মৃত্যু হলে রক্তের সম্পর্কের যে আত্মীয়ের কথা বিমায় উল্লেখ থাকবে, তিনি ক্ষতিপূরণ পাবেন।মৃত্যু হয়নি কিন্তু কোনও দুর্ঘটনায় কেউ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে তিনি এই বিমার সুযোগ পাবেন। তবে তার নাম বিমায় উল্লেখ থাকতে হবে।

ক্ষতিপূরণমিলবে না পাত্র বা পাত্রী আত্মহত্যার চেষ্টা করলেও। বিমার আওতায় থাকা ব্যক্তি অপহৃত হলে এবং সেই কারণে বিয়ে বন্ধ হলে বা অন্যরকম ক্ষতি হলে, বিমার আওতায় থাকা ব্যক্তি বা তার পরিচিত কেউ সম্পত্তির ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে ক্ষতিপূরণ মিলবে না। যুদ্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতিতে মৃত্যু কিংবা জখম হলে ক্ষতিপূরণ মিলবে না।

Related Posts

Leave a Reply