বিশ্বের প্রথম প্রেসিডেন্ট হিসেবে করোনায় মৃত্যু
কলকাতা টাইমসঃ
শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা। গত ৯ জুন বুরুডি সরকারের তরফ থেকে প্রেসিডেন্টের মৃত্যর খবর দেওয়ার পর দেশে ৭ দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। কিন্তু যে হাসপাতালে তার চিকিৎসা করা হয় সেই হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রেসিডেন্টের।
প্রসঙ্গত, প্রেসিডেন্টের আগে ওই একই হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ভর্তি হন প্রেসিডেন্টের স্ত্রী। দীর্ঘ ১৫ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর আগামী আগস্টে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি। ডাক্তারদের কথা সত্যি হলে, ইনিই বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।