November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

ডায়েট পিলেই কাবু মশার কামড় !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শা তাড়াতে কত কিছুই না করেছেন। তার পরও মশার কামড় থেকে বাঁচতে পারছেন না। খুব সাবধান ছিলেন, তবু মশারির কোনো এক কোনায় লুকানো একটি মশাই হয়তো সারা রাত আপনাকে গান শুনিয়ে ঘুমের বারোটা বাজিয়েছে। নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, তাঁরা ‘ডায়েট ড্রাগস’ ব্যবহার করে মশার কামড় কমাতে সক্ষম হয়েছেন।

নতুন এই গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তবে বিজ্ঞানীরা মনে করছেন, সফল হলে খুব কাজে আসবে জিকা বা ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ। ওয়েস্টার্ন বিশ্বে ওজন কমাতে বেশ জনপ্রিয় ‘ডায়েট পিল’। সেটাই নাকি কাজ করেছে মশার ওপরেও। গবেষকরা এডিস মশার ওপর পরীক্ষা চালিয়েছেন। সাধারণত স্ত্রী মশা মানুষকে কামড়ায়। কারণ স্ত্রী মশা অন্য প্রাণীর তুলনায় মানুষের প্রতি বেশি আকর্ষণ বোধ করে।

বিজ্ঞানীরা বলছেন, তাঁরা যখন মশাকে ‘ডায়েট পিল’ মেশানো স্যালাইন জাতীয় খাবার দিয়েছেন, তখন মশাদের রক্ত খাওয়ার রুচি বেশ কম দেখা যায়। মানুষের যেমন খাবার আগ্রহ কমে যায়, সে রকমই মশাও রক্ত খাওয়ার আগ্রহ পাচ্ছিল না।

মশাদের রক্ত খাওয়ার মাত্রা পরিমাপ করতে বিজ্ঞানীরা মানুষের শরীরের দুর্গন্ধযুক্ত নাইলনের মোজা ঝুলিয়ে দিয়েছিলেন। মশারা এমন মোজার প্রতি সাধারণত খুবই আকর্ষণ বোধ করে, কারণ তারা খাবারের গন্ধ পেতে থাকে এবং রক্ত খেতে উদগ্রীব হয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ দেওয়ার ফলে দেখা গেছে মশা বেশ কয়েক দিন ধরে রক্ত খাওয়া কমিয়ে দিয়েছে। এর অর্থ হলো মানুষের প্রতি ও রক্ত খাওয়ার প্রতি মশার আগ্রহে পরিবর্তন হচ্ছে।

গবেষকদের একজন লেসলি ভশাল বলেন, ‘মশা নিয়ন্ত্রণ নিয়ে আমরা নতুন আর কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। কীটনাশকও ব্যর্থ হচ্ছে। কারণ মশারা কীটনাশক প্রতিরোধী হয়ে উঠছে। তাই এখন একদম নতুন কিছু করতে হবে।

Related Posts

Leave a Reply