November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মিস ওয়ার্ল্ড নাকি মিস ইউনিভার্স কিসে কতটা দম ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত দুটি সৌন্দর্য প্রতিযোগিতা হলো  মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স। দুটি প্রতিযোগিতার নিয়ম কানুন অনেকটা একইরকম হলেও পার্থক্যও আছে কিছু।

মিস ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। যুক্তরাজ্যের এরিক মোর্লে এই প্রতিযোগিতাটির গোড়াপত্তন করেন। এরপর থেকে এখনও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

অন্যদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে প্রথম অনুষ্ঠিত হয়।

সুন্দরী প্রতিযোগীতার আয়োজক কারা?
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করে আসছে এরিক মোর্লে। অন্যদিকে মিস ইউনিভার্সের আয়োজন করে এমন একটি প্রতিষ্ঠান যার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্ত ছিলেন। সাথে আছে এনবিসি।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে নেন ভারতের ঐশ্বরিয়া রাই

শুরুটা কেমন ছিল?
ব্রিটেনের এরিক মোর্লে ১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটির শুরু করেন। শুরুতে মোর্লে সুন্দরীদের সুইমিং শুট এবং বিকিনি পড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রচলন করেছিলেন।

এর ঠিক পরের বছর ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ায় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

প্রথম দিকে শুধু মিস ইউনিভার্স ব্রিটেনের এবং মিস ওয়ার্ল্ড লন্ডনে আয়োজন করা হতো। মূলত এই দুই প্রতিযোগিতাই আলাদা ব্যবসায়ীক স্বার্থে করা হয়ে হয়েছে। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তার স্ত্রী জুলিয়া মোর্লে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন।

মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড সদর দফতর
মিস ওয়ার্ল্ড আয়োজকদের সদর দফতর লন্ডনে। ঐতিহ্যগতভাবে মিস ওয়ার্ল্ড পদবীধারী নারীকে ওই সময়কালে লন্ডনে অবস্থান করতে হয়। আর ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে মিস ইউনিভার্স এর সদর দফতর নিউইয়র্ক সিটিতে স্থানান্তরিত হয়।

দায়িত্বে যারা
মিস ইউনিভার্স অর্গানাইজেশন কর্তৃপক্ষ ১৯৯৮ সালে মিস ইউনিভার্স, ইনকর্পোরেট থেকে মিস ইউনিভার্সে রূপান্তর করা হয়।

প্রথমে গোল্ডেন লেডির অঙ্গ সংগঠন কেসার-রথ এবং পরবর্তীতে গাল্ফ এন্ড ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষের মাধ্যমে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি পরিচালিত হয়েছিল।
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুটও ভারতের। সুস্মিতা সেন জিতে নিয়েছিলেন মুকুট

সুন্দরী নির্বাচন প্রক্রিয়া
মিস ওয়ার্ল্ড নির্বাচন প্রক্রিয়ায় প্রত্যেক সুন্দরীকে তার নিজ এলাকা এবং নিজ দেশে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হতে হয়। তিনি দেশের প্রতিনিধিত্ব করেন মিস ওয়ার্ল্ডের মঞ্চে।

অন্যদিকে মিস ইউনিভার্স বাছাই পর্বে নিজ দেশে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি আগে থেকেই মডেলিং, কালচারাল বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতে হয়। দেশের স্থানীয় সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হতে হয় তাকে।

সুন্দরী নির্বাচন করেন কিভাবে?
মিস ওয়ার্ল্ডে মেধা ও সৌন্দর্যকে গুরুত্ব দেয়া হয়। আর মিস ইউনিভার্সে শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মেধা এবং দক্ষতা দেখে নির্বাচন করা হয়। আর মিস ইউনিভার্সে মডেলিং এবং অভিনয় দক্ষতা ও নিজের দেশের ফ্যাশন প্রতিযোগিতায় জিতে সেরার আসরে আসতে হয়।

বিজয়ীকে কী দেওয়া হয়?
মিস ওয়ার্ল্ড বিজয়ীকে স্কলারশিপ এবং নগদ পুরস্কার দেওয়া হয়। মিস ইউনিভার্সকে স্কলারশিপ এবং অর্থের পাশাপাশি প্রথমেই কাজ করার চুক্তি করতে হয়।

Related Posts

Leave a Reply