ঘুম ভেঙেই চমকে দিল ৫০০০ বছরের প্রাচীন এই নগরী

কলকাতা টাইমস :
একশো-দুশো নয় পুরো ৫০০০ বছর পুরোনো এই শহর জেগে উঠতেই চমকে গেলেন প্রত্নতাত্ত্বিকরা। এই নগরীর সন্ধান পেয়েছেন ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা।
ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা বলেছেন, প্রাচীন যুগের দুর্গ, মন্দির এবং একটি কবরস্থানের সন্ধান মিলেছে এই শহরে। ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের কাছে অবস্থিত। আমাদের আবিষ্কৃত শহরে একটি বিশাল নগর নির্মাণের স্থাপনা রয়েছে। এখানে রাস্তাঘাট, প্রতিবেশ পাবলিক স্পেসের পৃথক পরিকল্পিত এলাকা রয়েছে।
ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা এটিকে ব্রোঞ্জ যুগের এই অঞ্চলের একটি বড় আবিষ্কার বলে অভিহিত করেছেন।
ওই খনন তদারকির অন্যতম তত্ত্বাবধায়ক ছিলেনর প্রত্নতাত্ত্বিক ইতাই এলাদ। তিনি বলেছেন, এন এসুর নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থানটি এই অঞ্চলের বৃহত্তম স্থান। এটি সেই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এটি আয়তনে দশমিক ৬৫ বর্গকিলোমিটার, যা আমাদের ধারণার দ্বিগুণ।
ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা জানান, প্রাচীন শহরটির মধ্যে একটি আচারের মন্দিরের সাথে মানব ও প্রাণীর মুখের বিরল মূর্তি পাওয়া গেছে। তারা বলছেন, সেখানে একটি পাথরের বেসিনে পোড়া প্রাণীদের হাড়ও পাওয়া গেছে। প্রমাণ মিলেছে যে, প্রাণীগুলো বলির জন্য উত্সর্গ দেওয়া হয়েছিল।