অবশেষে খোঁজ মিললো প্লাতোর সেই রহস্যময় শহরের
কলকাতা টাইমসঃ
প্রাচীন গ্রিক দার্শনিক প্লাতো প্রথম উল্লেখ করেছিলেন আটলান্টিস শহরের কথা। তারপর থেকেই খোঁজ চলছিল রহস্যময় সেই শহরের। রোমাঞ্চপ্রিয় একদল মানুষ খুঁজে চলেছিলেন প্লাতোর সেই শহরটিকে। কারণ, তাদের অনেকেরই ধারণা, বাস্তবেই ছিল আটলান্টিস নামের এই শহরটি। কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দ্বীপ-শহরটি তলিয়ে যায় সমুদ্রগর্ভে।
মেক্সিকোর পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের তলদেশে ডুবে রয়েছে রহস্যময় আটলাল্টিস শহরটি। সেই প্রাচীন শহরের স্থাপত্যেরও তারা নাকি খোঁজ পেয়েছেন। দেখা গেছে, সাড়ে ৮ মাইলজুড়ে বিস্তৃত পিরামিডের চুড়া।