প্রেম জাগলেই ‘স্থবির’ এই কন্যা
বিচিত্র রোগে আক্রান্ত ব্রিটেনের কার্টসি ব্রাউন নামের এক তরুণী। কারোর দিকে ভালবেসে তাকালেই ৩২ বছরের কার্টসির মস্তিষ্কে অসুস্থতা দেখা দেয়। সে যে রোগে ভুগছেন তার নাম cataplexy। এই রোগে হঠাৎ করে তীব্র আবেগ তৈরি হয়ে যায়, যেমন রাগ-ভয়-আনন্দ যা-ই হোক, তা হলেই সংশ্লিষ্ট রোগীর পেশিতে পক্ষাঘাতের লক্ষণ দেখা যায়। একে narcolepsy-ও বলে।
বিষয়টি নিয়ে কার্টসি জানান, দিনে মোটামুটি বারপাঁচেক তিনি এই রোগে আক্রান্ত হন। এই ধরনের প্রকোপ এড়ানোর জন্য তিনি কোনও জনবহুল রাস্তায় হাঁটলে বা ভিড়ের মধ্যে পড়ে গেলে মাথা নীচু করে রাখেন, যাতে কারও সঙ্গে তার চোখাচোখি না হয়ে যায়! কিছু চোখে ভাল লাগলেই পা কেঁপে ওঠে, পড়ে যান তিনি। যদিও এই রোগের কোনো চিকিৎসা আছে কিনা জানা যায়নি।