তাপসীর জন্য অভিষেকের কাছ থেকে ছুড়ে ফেলা হল ঐশ্বরিয়াকে?
প্রসঙ্গত ‘গুরু’, ‘উমরাওজান’, ‘রাবণ’-এর পর এবার সিলভার স্ক্রিনে ফের একসঙ্গে দেখা যাবে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে। প্রায় ৮ বছর পর ফের রুপালি পর্দায় একসঙ্গে হাজির হবেন বচ্চন দম্পতি। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত রাই-এর ভক্তরা। তবে অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয়ের জন্য ঐশ্বরিয়া সঞ্জয় লীলা বানশালীর সিনেমা ছেড়ে দিয়েছেন। সম্প্রতি এমন খবরেই সরগরম হয়ে ওঠে বিনোদন পাতা। যদিও, সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হওয়ার পর চটে যান সঞ্জয় লীলা বানশালী।
তার মুখপাত্র বলেন, বানশালীর আগামী সিনেমার জন্য কখনওই প্রস্তাব দেওয়া হয়নি ঐশ্বরিয়াকে। এমনকী, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’-এর জন্যও ঐশ্বরিয়াকে কখনও প্রস্তাব দেওয়া হয়নি বলে পাল্টা দাবি করেন টিম বানশালী। তবে ‘বাজিরাও মাস্তানি’-র জন্য প্রথমে কারিনা কাপুর খান-কে প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান বানশালীর মুখপাত্র।