এটি প্রতিদিন করেন কিন্তু ভুল ভাবেই
কলকাতা টাইমস :
এমন একটা বিষয় যা আপনি আপনার জীবনে প্রায় প্রতিদিনই করেন, কিন্তু সম্ভবত আপনি প্রতিদিনই তা ভুলভাবে করছেন। কারণ অধিকাংশ মানুষই তা ভুল ভাবেই করেন থাকেন। সেটি হচ্ছে, কফির কাপ ধরার বিষয়টি। কফির কাপ ধরায় ভুল করে থাকেন।
সকাল বেলা গরম ধোয়া ওঠা এক কাপ কফিতে চুমুক দিয়ে দিন শুরু করলে শরীর ও মনে একটা সতেজ ভাব আসে। কিন্তু আপনি কি জানেন যে, কফির কাপ ধরাতেও সঠিক উপায় রয়েছে?
শিষ্টাকার বিশেষজ্ঞ মাইকা মেয়ার কসমোপলিটানকে বলেন, চা এবং কফির কাপ ধরার মধ্যে পার্থক্য রয়েছে। কফির কাপ চায়ের কাপের তুলনায় বড় ও ভারি এবং বেশি তরল ধারণের উপযোগী হয়ে থাকে। তাই কফির কাপ ধরায় নির্দিষ্ট শিষ্টাচার রয়েছে।
শুধু সূক্ষ্ম ও সাবধানে কফির কাপ ধরলেই হয় না বরঞ্চ সঠিক কৌশল অনেক বেশি যত্ন সহকারে কফির কাফ ধরায় ভদ্রতা বোঝায়।
প্রথমে দেখে নিন কফির কাপ ধরার কিছু ভুল পদ্ধতি।
এবার দেখে নিন, সঠিক পদ্ধতি। প্রথমে তর্জনী বাঁকিয়ে কাপের হ্যান্ডেল ধরুন। এরপর হ্যান্ডেলের ওপর বৃদ্ধাঙুল রাখুন। বাকি ৩টি আঙুল হাতের করতলে গুজে রাখুন।
খুবই সহজ কৌশল এবং এটি কফির কাপ ধরার শিষ্টাচার। সুতরাং পরবর্তীতে ক্যাফেটেইন উপভোগ করার সময় কাপ এভাবেই ধরুন।