November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

অকালে মরতে না চাইলে ব্যথার সঙ্গে এই পাঁচ লক্ষণকে অদেখা করবেন না 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রীরে ব্যথা হলে আমরা সাধারণত তা ঘরোয়া উপায়েই সারানোর চেষ্টা করি। অধিকাংশ ব্যথা স্বাভাবিকভাবেই সেরে যায়। কিন্তু কিছু ব্যথা আছে তা থেকে ভিন্ন। এসব ব্যথা ঘরোয়া উপায়ে সারাতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এ লেখায় রয়েছে ব্যথার পাশাপাশি তেমন কয়েকটি মারাত্মক লক্ষণ।
১. অস্থিসন্ধি ফুলে যাওয়া
জ্বরের সঙ্গে ব্যথা থাকলে সতর্ক হোন। বিশেষ করে আপনার যদি ব্যথার পাশাপাশি অবসন্নতা, অস্থিসন্ধি লাল হয়ে ফুলে যাওয়া ও শারীরিক অনুশীলনে অবস্থার অবনতি হয় তাহলে তা রিউম্যাটয়েড আথ্রাইটিসের লক্ষণ। তাই এ ধরনের ব্যথায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
২. বুক/পিঠে বিরক্তিকর অনুভূতি
বাম বাহুতে ব্যথার পাশাপাশি অবসন্নতা ও মারাত্মক ক্লান্তিভাব থাকলে তা অবহেলা করবেন না। বিশেষ করে এসব লক্ষণের পাশাপাশি যদি আপনার বুকে ও পিঠের ওপরের অংশে বিরক্তিকর অনুভূতি হয় তাহলে তা হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে হতে পারে। এটি হৃদরোগের লক্ষণ হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৩. রঙ/তাপমাত্রায় পরিবর্তন
পায়ের মাংসপেশিতে অস্বাভাবিক ব্যথা এবং সেখানে রং ও তাপমাত্রা পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এ ধরনের ব্যথা হতে পারে ধমনীর কোনো অংশের রক্তচলাচল বন্ধ হওয়ার কারণে কিংবা কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের রক্তচলাচল বন্ধ হওয়ার কারণে।
৪.  অসাড়তা ও কাঁপুনি
পিঠে প্রচণ্ড ব্যথা ও অসাড়তার সঙ্গে কাঁপুনি অনুভূত হলে সতর্ক হোন। পাশাপাশি যদি শারীরিক দুর্বলতা ও মলমূত্র নিয়ন্ত্রণে অক্ষমতা দেখা দেয় তাহলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এ ধরনের ব্যথা নার্ভাস সিস্টেমের মারাত্মক সমস্যার কারণে হতে পারে।
৫. রক্তস্বল্পতা ও ইনফেকশন
দেহের যেকোনো স্থানেই গভীর, প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী ব্যথা হলে উপেক্ষা করবেন না। এ ধরনের ব্যথা যদি রাতে বাড়ে এবং শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় তাহলে তা খুবই বিপজ্জনক। ব্যথার পাশাপাশি ঘন ঘন ইনফেকশন, অকারণে হাড় ভেঙে যাওয়া ইত্যাদি হলে তা হাড়ের ক্যান্সারের লক্ষণ প্রকাশ করে।

Related Posts

Leave a Reply