November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

জানেন পকেটে দশ টাকার বেশি রাখা অপরাধ !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ভাবছেন এ আবার কি? পকেটে তো অনেকের অনেক সময় হাজার-হাজার টাকা থাকে,সেখানে কিনা ১০ টাকা থাকলেই রাজস্ব। এটা আবার কোন দেশের নিয়ম ? আজ্ঞে এটা আমাদের দেশ অর্থাৎ ভারতেরই আইন। চমকে উঠলেন ? ১৮৭৮ সালের একটি আইন অনুযায়ী পকেটে ১০ টাকার বেশি থাকলেই রাজস্ব দপ্তরকে জানাতে হবে।আর যদি সে টাকা প্রশাসনকে না জানিয়ে রাখেন তাহলে গ্রেফতারও হতে পারেন। ভাবুন কান্ড !

বর্তমানে এ ধরনের বেশকিছু প্রাচীন আইন বাতিল হতে চলেছে এ দেশে । যদিও এ আইনগুলোর ব্যবহার এখন প্রায় হয় না বললেই চলে।

নরেন্দ্র মোদি সরকার আইন সংস্কারের পথে হাঁটতে চাইছে। আর তাই বাতিল হতে চলেছে প্রায় ১২০০টি আইন। এছাড়াও তালিকায় হয়েছে আরও ১৮২৪টি আইন, যেগুলি বাতিলের খাতায় তোলা হয়েছে।প্রশাসনের কাজ সুষ্ঠু ভাবে চালানোর জন্য যে মসৃণ ও বাধাহীন আইনের প্রয়োজন, এগুলির সবকটাই সে পথে অন্তরায়। তাই আইন বাতিল করার পথে খুব তাড়াতাড়িই হাঁটতে চলেছে মোদি সরকার।

এরকম অসংখ্য আইনের মধ্যে একটি আইন বলছে, গঙ্গায় ফেরি চলাচলের ভাড়া কখনোই দুই আনার বেশি হতে পারবে না।

১৮৭৮ সালের একটি আইন অনুযায়ী রাজস্ব দপ্তরকে না জানিয়ে যদি কোন নাগরিকের কাছে ১০ টাকার বেশি পাওয়া যায়, তাঁকে গ্রেফতার করতে হবে।

ভারতে কাজের সুবিধার্থে প্রায় ১০৩১টি আইনকে অচল বলে ঘোষণা করা হয়। বর্তমান সরকার এই কাজের উপর আরো জোর দিয়ে আইন বিভাগের আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে।

Related Posts

Leave a Reply