ভুল করেও করবেন না এসব ‘ঘরোয়া ভুল’, ভুগতে হতে পারে সারা জীবন
কলকাতা টাইমস :
দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে বা কাজে আমরা ঘরোয়া টোটকা ব্যবহার করে থাকি। এর মধ্যে ছোটখাটো বিষয়ে ডাক্তারিও করে থাকি। তবে ঘরোয়া টোটকা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে করতে হবে। প্রচলিত ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ভুলেও প্রয়োগ করতে যাবেন না।
এই সব ভুল ঘরোয়া পদ্ধতি থেকে নিজেকে দূরে রাখুন-
১. কোথাও পুড়ে গেলে তৎক্ষণাৎ তাতে মাখন বা তেল লাগিয়ে দেওয়া হয়। এটা অনেকেই করে থাকেন। কিন্তু এটা ভুল পদ্ধতি। বরং ঠান্ডা জল দেওয়া উচিত।
২. ব্রণ বা মুখের কোনো ক্ষতে অনেকেই টুথপেস্ট লাগানোর পরামর্শ দেন। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩. প্রচণ্ড ঠান্ডায় গলায় ব্যথা? মাউথওয়াশ নিয়ে ভুলেও গার্গলিং করতে যাবেন না। মাউথওয়াশে উপস্থিত রাসায়নিক আরো ক্ষতি করতে পারে।
৪. র্যাশ বা ওয়াট হলে কি নিজেরাই ডাক্তার হয়ে ওঠেন আর নখ বা কাঁচি দিয়ে জায়গাটা ভুলেও তুলে ফেলবেন না। মারাত্মক আকারের সংক্রমণ হতে পারে এর থেকে।
৫. অনেকের আবার এমন ধারণা রয়েছে, হুইস্কি দিয়ে খুব ভালো দাঁতের যত্ন নেওয়া যায়। কিন্তু একেবারেই তা নয়। বরং হুইস্কিতে উপস্থিত অ্যালকোহল দাঁতের ক্ষতি করতে পারে।