November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সোনা-রুপো দরকার নেই, ভাগ্য ফেরাতে একটি ঝাঁটা কিনুন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্রতিবছর দীপাবলির দু’দিন আগে থেকে শুরু হয় ধনতেরাস উৎসব। বলা হয় এটিই নাকি বছরের সব থেকে শুভ দিনগুলির মধ্যে অন্যতম। এই দিনে নানা জিনিস কেনা হয় জীবনে শুভ সময় আনার জন্য। সোনা,রুপো, বৈদ্যুতিক সরঞ্জাম। কিন্তু আপনি জানেন কি কিনলে সত্যিই আসবে সৌভাগ্য ? কিন্তু আমরা অনেকেই জানি না একটা ছোট্ট ঝাঁটা যা করতে পারে তা আর কোন কিছু করতে পারে না। চলুন দেখা যাক সেই সব জিনিসের একটি তালিকা যা কেনা যেতে পারে

• সোনা: বলা হয় যে, ধনতেরাসে সোনা বা রুপো কিনলে তা সৌভাগ্যের বার্তাবাহক হয়ে থাকে। বাজেট বেশি থাকলে কিনতেই পারেন সোনার গহনা বা কয়েন।

• রুপো বা পিতল: রুপো অথবা পিতলের বাসনও কিনতে পারেন। তবে তা অবশ্যই ঘরের পূর্ব দিকে রাখবেন।

• ঝাঁটা : ধনতেরাসে ঝাড়ু কেনা খুবই শুভ। কারণ বলা হয়, ধনতেরাসে ঝাঁটা কিনলে সমস্ত দুঃখ, দারিদ্র চিরদিনের মতো বাড়ি থেকে দূর করে দেওয়া যায়।

• বৈদ্যুতিন সরঞ্জাম: আপনার যদি বৈদ্যুতিন সরঞ্জাম যেমন- রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ল্যাপটপ, মোবাইল কেনার পরিকল্পনা থাকে, তাহলে আজই তা কেনার শুভ দিন।

• পেশা অনুযায়ী সরঞ্জাম: আপনার পেশা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম কিনলে তা আপনার জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। যেমন— লেখক হলে কলম, আর্টিস্ট হলে  রং বা তুলির মতো আঁকার সরঞ্জাম ইত্যাদি কেনা খুবই শুভ।

Related Posts

Leave a Reply