January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

আমরা সবাই দেখি এই নয়টির বাস্তব জানেন কি ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ঘুমের মধ্যে আমরা সবাই স্বপ্ন দেখি। কিন্তু ঘুম ভাঙার পরই হারিয়ে যায় সেইসব স্বপ্নগুলো। তবে থেকে যায় সেই স্বপ্নের সঙ্কেত। স্বপ্নের মধ্যে দেখা সঙ্কেতগুলো বিশ্লেষণ বিনোদনের জনপ্রিয় উৎস হয়ে উঠেছে। অনেকে বলেন স্বপ্নের কোনো বাস্তব ভিত্তি নেই। মনোবিজ্ঞানীরা স্বপ্ন সম্পর্কে বিশ্লেষণ করেছেন।

সম্প্রতি আমরা সবাই দেখি এমন নয়টি স্বপ্নের বাস্তবসম্মত ব্যাখ্যা করেছেন তাঁরা। আসুন জেনে নিই।

উপর থেকে পড়ে যাওয়া-

আমরা অনেকেই স্বপ্নের মধ্যে দেখি উপর থেকে পড়ে যাচ্ছি। এই বিষয়ে একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয় আপনি যদি স্বপ্নে মাটিতে আঘাত করেন তবে আপনি বাস্তব জীবনে মারা যাবেন। এটি সত্য নয়। মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা অনুসারে এই ধরনের স্বপ্নের মানে হচ্ছে আপনার দিনগুলো ভালোভাবে যাচ্ছে না। প্রেম, ভালোবাসা, চাকরি নিয়ে যারা নিরাপত্তাহীনতায় ভোগেন তারাই এ ধরনের স্বপ্ন দেখেন। এই ধরনের স্বপ্ন অপনার পছন্দের পুনঃবিবেচনা করতেও পরামর্শ  দেয়।

লোকালয়ে নিজেকে নগ্ন দেখা-

স্বপ্নে নিজেকে মানুষের সামনে নগ্ন দেখা খুব স্বাভাবিক। এই ধরনের স্বপ্ন যারা দেখেন তারা বাস্তব জীবনে বাহ্যিক ও মানসিকভাবে সমালোচনার শিকার হন। তারা নিজেদের অসম্পূর্ণতা এবং ত্রুটিগুলো প্রকাশ করতে ভয় পান।

স্বপ্নে ধাওয়া-

পরিচিত বা অজানা আক্রমণকারী দ্বারা ধাওয়া। এই ধরনের স্বপ্ন ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ঘুমে দেখা এই ধরনের স্বপ্ন ভিন্ন কথা বলে। এই ধরনের স্বপ্ন যারা দেখেন তারা দৈনন্দিন জীবনে কিছু এড়িয়ে চলার চেষ্টা করছেন। যদি কোনো প্রাণী আপনাকে ধাওয়া করে তাহলে আপনি নিজের রাগ, আবেগ এবং অন্যান্য অনুভূতি লুকিয়ে রাখতে চেষ্টা করছেন। আপনার অনুসরণকারী যদি রহস্যময় ব্যক্তি হয় তাহলে শৈশবের অভিজ্ঞতা বা অতীতের মানসিক আঘাতকে নির্দেশ করে।

স্বপ্নে দাঁত হারানো-

অনেকেই আবার দেখেন স্বপ্নের মধ্যে নিজের দাঁত হারিয়ে ফেলতে। দাঁত হারানোর স্বপ্নের একাধিক অর্থ থাকতে পারে। এটি এমন হতে পারে আপনি আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত হতে পারেন বা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে, যা কমিয়ে দিতে পারে আপনার আত্মবিশ্বাস।

মৃত্যুর স্বপ্ন-

স্বপ্নে একজন ব্যক্তি নিজের বা অন্য কারো মৃত্যু দেখতে পারেন। এই ধরনের স্বপ্নগুলো পরিবর্তন বা অজানা ভয়কে নির্দেশ করে।

পরীক্ষা সম্পর্কে স্বপ্ন-

ঘুমের মধ্যে আপনি পরীক্ষার স্বপ্নও দেখতে পারেন। যদি এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে ব্যর্থতার ভয়কে নির্দেশ করে। স্বপ্নে পরীক্ষায় ব্যর্থ হওয়ার মানে হচ্ছে এক জনের জন্য দেরী করা। আর পরীক্ষার জন্য অপ্রস্তুত দেখলে বুঝতে হবে চলার পথের চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে আপনি অপ্রস্তুত।

বিশ্বাসঘাতকতা সম্পর্কে স্বপ্ন-

যদি আপনি স্বপ্নে দেখেন আপনার সঙ্গী বিশ্বাসঘাতকতা করছে আপনার সঙ্গে তাহলে বাস্তবে তা ঘটবে না। মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা অনুসারে এই ধরনের স্বপ্নের মানে হচ্ছে সঙ্গীর কাছ থেকে আপনি যা চান তা এখন পাচ্ছেন না।

স্বপ্নে উড়ছেন-

স্বপ্নে উড়ছেন এমন মধুর স্বপ্নও আপনি দেখতে পারেন। মনোবিজ্ঞানীদের মতে এই ধরনের স্বপ্নের মানে হচ্ছে সম্প্রতি কোনো ব্যাপার থেকে নিজেকে মুক্ত করেছেন বা আপনার জীবন থেকে কোনো ইচ্ছা হারিয়ে গেছে।

গর্ভধারণ সম্পর্কে স্বপ্ন-

এই ধরনের স্বপ্নকে মনোবিজ্ঞানীরা সৃজনশীলতা থেকে ভয় পর্যন্ত সবকিছুকেই নির্দেশ করে বলে জানান। এই ধরনের স্বপ্ন আবার অপ্রত্যাশিতভাবে গর্ভধারণ সম্পর্কেও নির্দেশ করে। এই ধরনের স্বপ্ন আবার কঠিন সময়গুলোর সঙ্কেতও দেয়।

Related Posts

Leave a Reply