November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বিশ্বাস করবেন কি, ৮০০ বছর আগেও ছিল মোবাইল !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
800 বছর আগেও পৃথিবীতে মোবাইল ফোন ছিল এ কথা বিশ্বাসযোগ্য মনে না হলেও ঘটনা সত্যি! কেউ যদি আপনার সামনে এমন দাবি করেন, নিশ্চিতভাবেই তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। কিন্তু আমরা যা-ই মনে করি না কেন, আর্কিওলজিস্টদের দাবি তেমনটাই। খননকার্য চালাতে গিয়ে সম্প্রতি অস্ট্রিয়া থেকে এমনই একটি মোবাইল ফোনের খোঁজ পেয়েছেন আর্কিওলজিস্টরা, যার বয়স ৮০০ বছরের কম তো নয়ই। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন অদ্ভুত খবর জানা গেছে। একটি ইউটিউব চ্যানেলে সদ্য আবিষ্কৃত প্রাচীন সেই ফোনের ফসিলের ভিডিও আপলোড করে লেখা হয়েছে, এটা কী? উন্নত সভ্যতার নিদর্শন?
এ আবিষ্কারের দৌলতে সায়েন্স ফিকশনের ‘টাইম ট্রাভেল’ও রিয়েল বলেই মনে করা হচ্ছে। ফোনের গায়ে রয়েছে সুমেরীয় লিখন শৈলী, যা কীলকাকার বর্ণমালা নামে পরিচিত। ফোনের গায়ের সুমেরীয় লেখা আর্কিওলজিস্টদের কৌতূহল বাড়িয়েছে। কারণ অনেক বছর আগেই কীলকাকার এ বর্ণমালা অবলুপ্ত হয়ে যায়। প্রাচীন মেসোপটেমিয়ায় এই হরফ দেখা গিয়েছিল। যদিও অস্ট্রিয়ার গবেষকদের ধারণা, ফোনটি ১৩০০ শতকেরই।
বর্তমান ইরান ও ইরাকের লিপির সঙ্গে তারা অনেকও মিলও খুঁজে পেয়েছেন। তবে এটি মোবাইল ফোন নাকি অন্য কোনো ডিভাইস তা নিয়ে অবশ্য দ্বন্দ্ব কাটেনি গবেষকদের। কিছু UFO হান্টার আবার এ আবিষ্কারে উত্‍‌সাহিত হয়ে উঠেছেন। তারা আবার মনে করছেন, প্রাচীন সভ্যতার সঙ্গে অ্যালিয়েনদের যোগাযোগ ছিল। ভিনগ্রহীরা এই পৃথিবীতেও আসতো। তারাই এই সফিস্টিকেটেড প্রযুক্তি নিয়ে এসেছিল বলে দাবি।

Related Posts

Leave a Reply