জানেন কি বলিউডের এই প্রথম সারির নায়করা কিভাবে তাকে লোকালেন ?  – KolkataTimes
April 25, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

জানেন কি বলিউডের এই প্রথম সারির নায়করা কিভাবে তাকে লোকালেন ? 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বয়সের সঙ্গে সঙ্গে মাথার চুল পড়া একটি সাধারণ সমস্যা মাত্র। বলিউডবাসীরাও এই নিয়মের বাইরে নয়। কিন্তু স্বীকার করাতেই যত আপত্তি। বলিউডের বিখ্যাত তারকার মাথায় টাক পড়েছে, ধরাও পড়েছে ক্যামেরাতে। কিন্তু কেউ স্বীকার করেন সেই সত্য! তবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে বদলে ফেলেছে মাথার চেহারা।

বলিউডে গুঞ্জন আছে , বেশ কিছু তারকা অভিনেতা তাঁর মাথার টাক ঢেকেছেন ‘হেয়ার ট্রান্সপ্ল্যান্ট’- এর মাধ্যমে।

সঞ্জয় দত্ত : মাথার ফাঁকা অংশ ঢাকতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন সঞ্জয় দত্ত। বরাবরই লুকস নিয়ে তিনি নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন।

অমিতাভ বচ্চন : একটি টেলিভিশন শোয়ে বলিউড শাহেনশার মাথার ফাঁকা অংশ দেখা গিয়েছিল। তবে কিছু দিনের মধ্যেই সেই ফাঁকা অংশ চুলে ঢাকা পড়ে যায়। কেউ বলেন, এখন নাকি তিনি পরচুলা ব্যবহার করেন। কেউ বলে ‘হেয়ার ট্রান্সপ্ল্যান্ট’ করিয়েছেন।

অক্ষয় কুমার : অক্ষয় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন। বলিউডে গুজব ছিল এমনটাই।

গোবিন্দ: মাথার টাক পড়া থেকে বাদ যায় নি গোবিন্দও। তিনিও নাকি মাথায় চুল লাগিয়েছেন।

সালমান খান : বলিউডের ভাইজান সালমান খান ৪ বার নাকি অস্ত্রোপচারসহ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন!

অক্ষয় খান্না : টাক মাথা নিয়ে অক্ষয় খান্না অভিনয়ও করেছেন। পরে অবশ্য তিনি মাথায় ‘হেয়ার ট্রান্সপ্ল্যান্ট’ করেছিলেন।

Related Posts

Leave a Reply