পাক পিএম ইমরান খানের মাসিক বেতন আসলে কত জানেন?
পাকিস্তানে অর্থনৈতিক অস্থিরতা চলছে বলে বারবার বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। সে দেশে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ নাজেহাল।
এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়ার কথা বলেছেন। কিন্তু ইমরান খান আসলে কত টাকা বেতন পান, তা হয়তো অনেকেই জানেন না।
প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করে নিয়েছেন, তার বেতনের টাকা দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়ছে। জানা গেছে, ইমরান খান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সময় এ কথা জানিয়েছেন। প্রকৃতপক্ষে, ব্যবসায়ীদের ট্যাক্স সংক্রান্ত আলোচনার সময় নিজের কম বেতনের কথা উল্লেখ করেছেন ইমরান।
অনেকেই বলছেন, পাকিস্তানের সাধারণ জনগণের মন জিততে এ কথা বলছেন ইমরান খান। প্রকৃতপক্ষে সে দেশের নাগরিকরা নিজেদের প্রয়োজনের তুলনায় টাকা বেশ কম আয় করছেন। তাছাড়া পাকিস্তানে রুটি, ডাল, চাল ও অন্যান্য খাবারের দামও বেশ কয়েকগুণ বেড়ে গেছে। পাকিস্তানের নাগরিকদের যা অবস্থা, ইমরান খান সেই ব্যাপারটাই নিজের ক্ষেত্রেও তুলে ধরতে চেয়েছেন।
অনেকেই এও বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর যা বেসিক বেতন তা দিয়ে সাধারণ নাগরিকদের সংসার যথেষ্ট ভালো ভাবেই চলে যাবে। পাকিস্তানের টাকায় ইমরান খানের বেতন এক লাখ সাত হাজার ২৮০।
এক নিউজ চ্যানেল ডব্লিউআইওএন পাক প্রধানমন্ত্রীর স্যালারি স্লিপ হাতে পেয়েছে। যেখানে পরিষ্কার ভাবে দেখা যায়, ইমরান খানের বেতন। তার মাসিক মূল বেতন দেখা যাচ্ছে পাকিস্তানি তাকে দুই লাখ ১ হাজার ৫৭৪ টাকা।
সেই বেতনের ওপরে ট্যাক্স বসে, সেই ট্যাক্স কাটার পর ইমরান পান এক লাখ ৯৬ হাজার ৯৭৯ টাকা। অন্যদিকে ইমরান খান বারবার অভিযোগ করেন, বিরোধী নেতারা ট্যাক্সের টাকা চুরি করেন।