চেনেন কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মানুষটিকে ?

কলকাতা টাইমস :
আপনি কী সত্যিকারের হাল্ককে দেখেছেন। নিশ্চই না। এবার পাকিস্তানের মর্দানে বাস্তবেই দেখা গেল ‘দ্য হাল্ক’কে। আরবাব খিজের হায়াত নামের ওই ব্যক্তি সামনা-সামনি দেখতে পুরো হাল্কের ন্যায়। তাই তাকে অনেকেই তার নামের পরিবর্তে হাল্ক বলেই ডাকেন। তবে তিনি ‘খান বাবা’ নামেই বেশি পরিচিত।
খান বাবার বয়সের তুলনায় ওজনটা একদমই বেমানান। ২৫ বছর বয়সী খান বাবার ওজন এখন ৪৩৫ কেজি বা ১১.৬৬ মণ! ২৫ বছর বয়সী এই বিশাল শরীরের যুবকের দাবি তিনিই বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। আর একথা বলার পেছনে কারণও রয়েছে। তিনি এক হাতে একটি মানুষকে তুলতে পারেন। শুধু মানুষই নয় ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন তুলতে পারেন তিনি।
খান বাবা নিমিষেই দড়ি দিয়ে একটি ট্রাক্টর টেনে নিয়ে যেতে পারেন। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা আরবাব খিজের হায়াত প্রতিদিন ৩ কেজি মাংস, ৫ লিটার দুধ আর ৩ ডজন ডিম খান।