ছবির এই বিখ্যাত ব্যক্তিকে চেনেন? – KolkataTimes
May 3, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

ছবির এই বিখ্যাত ব্যক্তিকে চেনেন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

পনি কি নিয়মিত টিভির পর্দায় চোখ রাখেন? সিরিয়াল না দেখলেও রিয়ালিটি শো দেখেন? রিয়ালিটি শো যদি না-ও দেখেন খবরের চ্যানেলগুলি তো দেখার সুযোগ হয় নিশ্চয়ই? আর যদি হাতে স্মার্ট ফোন থাকে তা হলে তো সোশাল মিডিয়ার দৌলতে আপনি হালফিলের নানা খবরাখবর সম্পর্কে অবশ্যই অবগত। আচ্ছা দেখুন তো, ছবির ভদ্রলোককে চেনেন কি না? ইনি একজন বিখ্যাত ব্যক্তি। বলিউড দুনিয়ায় বেশ চর্চিতও। বিনোদন দুনিয়ায় তো বটেই, রাজনৈতিক ময়দানেও তাঁর সমান ওঠাবসা। একটু ভালো করে লক্ষ করলে আপনি নিশ্চয়ই চিনবেন ছবির ভদ্রলোককে! এঁর ভক্ত-অনুরাগীর সংখ্যা আমাদের টলিউড কোনো তারকার তুলনায় কিছু কম নয়। কি চিনতে পারলেন?

Image result for actor om swami
এঁর উপস্থিতি হুড়মুড়িয়ে বাড়িয়ে দিতে পারে যেকোনো টেলি শো’র টিআরপি। তবে এই ভদ্রলোক আর বিতর্ক যেন কয়েনের এপিঠ আর ওপিঠ। তাই অনেক প্রযোজক, পরিচালকরাই এঁকে শো-এ নিতে ঠিক ভরসা পান না। এখনও চেনা গেল না! বলিউড সুলতান সালমান খানের সঙ্গে এঁর সম্পর্ক রীতিমতো ‘সাপে-নেউলে’। বুঝতে পারলেন কে এই ছবির ভদ্রলোক? ইনি হলেন বিগ বস ১০ খ্যাত বিতর্কিত স্বামী ওম। সম্প্রতি চুল ও দাড়ি কেটে ভোল বদলে চমকে দিয়েছেন সকলকে।

Related Posts

Leave a Reply