এই স্টার কিডকে আপনি চেনেন?
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এই শিশু গায়ক তথা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মেয়ে নয়নার ছবি। শুক্রবার বাবুল নিজেই টুইটারে শেয়ার করেছেন এই ছবি।
বাবুল লিখেছেন, ‘আমার মতো সাধারণ মানুষ কখনও সুপারহিরো, কখনও অ্যাডভেঞ্চার করছে, কখনও গল্প বলছে, কখনও বা কবি— সবটাই নির্ভর করে মেয়ের মর্জির ওপর। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটালে আমি চাঙ্গা হয়ে যাই। এই সুযোগ কখনও হাতছাড়া করতে চাই না…।’
আসলে মেয়ের সঙ্গে সময় কাটানো মানে কোথাও মন ভাল হয়ে যাওয়া। রাজনীতি, গান, অভিনয়ের মাঝে তাই যেটুকু সময় মেলে এই একরত্তির সঙ্গে কাটান বাবুল।১২ আগস্ট, ২০১৭ সালে বাবুলের স্ত্রী রচনা শর্মা নয়নার জন্ম দেন। সে দিন দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন বাবুল। তার প্রথম পক্ষের এক মেয়ে রয়েছে, শর্মিলি।