জানেন কি, রেগে গেলে কোন রাশির জাতক-জাতিকার ব্যবহার কেমন ?
কলকাতা টাইমস :
রাগ বড় অদ্ভুত জিনিস! কখন কী ভাবে কোথায় এ বিস্ফোরণ ঘটাবে, বলা মুশকিল! আর যদি কোনো ভাবে এর বিস্ফোরণ ঘটে তাহলে মন্দ বই ভাল হয় না! তাই রাগকে আয়ত্তে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু, রাগকে নিয়ন্ত্রণ করতে হলে আগে জানতে হবে এর ধরনটা! রাশি অনুযায়ী একেকজনের রাগের ধরন এবং প্রকাশ একেক রকমের হয়ে থাকে। তাই জেনে নিন, আপনার রাগের ধরন ঠিক কেমন!
মেষরাশি : এই রাশির জাতক-জাতিকারা চোয়াল শক্ত করে ফেলেন রেগে গেলে। অসম্ভব মাথা গরম হলে জিনিসপত্র ভাঙচুরও করেন এই রাশির ব্যক্তিরা।
বৃষরাশি : অসম্ভব একগুঁয়ে হয়ে ওঠেন বৃষরাশির ব্যক্তিরা। তবে যদি একবার মাথা গরম হলে কাছের মানুষকে এক মুহূর্তে অনেক দূরে সরিয়ে দিতে পারেন।
মিথুনরাশি : এই রাশির ব্যক্তিরা রেগে গেলে অধৈর্য হয়ে পড়েন। কথার খেই হারিয়ে ফেলেন। রাগ হলে মিথুন রাশির লোকেরা বুঝে পান না তাদের ঠিক কী করা উচিত। অগত্যা অদ্ভুত ব্যবহার করেন।
করকটরাশি : মাথা গরম হলে এই রাশির জাতক-জাতিকারা খুবই মুডি হয়ে পড়েন। রেগে থাকলে তখন তাদের ব্যবহারের মাথামুণ্ডু খুঁজে পাওয়া মুশকিল
সিংহরাশি : সিংহরাশির লোকেরা এমনিতেও বেশ আগ্রাসী মনোভাবাপন্ন হন। রেগে গেলে তারা আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন। এই সময়ে তারা ছোট-বড় জ্ঞান করেন না।
কন্যারাশি : মন খারাপ থাকলে ঘ্যানঘ্যান করা এই রাশির জাতক-জাতিকাদের একটা অদ্ভুত অভ্যেস। এই সময় তারা নানা রকম দাবি করতে থাকে নিজের কাছের মানুষের কাছে। সময়, আদর, ঘুরতে যাওয়ার বায়না সেই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য।
তুলারাশি : এমনিতে শান্ত স্বভাবের তুলারাশির লোকেরা কিন্তু রেগে গেলে খুবই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেন। কোনো খারাপ ব্যবহারকে তারা ভোলেন না। রেগে গেলে তখন বিশেষ বুঝতে না দিলেও, পরবর্তী সময়ে নিজেদের রাগের ফল তুলারাশির লোকেরা শত্রুদের পাইয়ে দেন যথাযথ ভাবে।
বৃশ্চিকরাশি : অধৈর্য হয়ে পড়া এই রাশিদের মুড খারাপ থাকার লক্ষণ। একদম বেপরোয়া হয়ে যান বৃশ্চিকরাশির লোকেরা রেগে গেলে।
ধনুরাশি : রাগ হলে এই রাশির জাতক-জাতিকারা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। চরম তার্কিক হয়ে ওঠেন মাথা গরম হলে।
মকররাশি : এই রাশির মুড অফ ভীষণ ভয়ের কারণ। একবার মাথা গরম হলে তখন এঁরা আর কারো পরোয়া করেন না। যা মনে আসে তাই বলে দেন। তাই বচসায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।
কুম্ভরাশি : রেগে গেলে খুব সংযত হয়ে যান এই রাশির মানুষ। মন খারাপ হলে তখন খুব কাছে মানুষের সঙ্গেও অত্যন্ত মেপে কথা বলেন এবং যথেষ্ট তফাৎ রেখে চলেন।
মীনরাশি : রেগে গেলে কিংবা মুড খারাপ থাকলে এই রাশির জাতক-জাতিকারা খুবই ধৈর্যচ্যুত হয়ে পড়েন। কোনোরকম যুক্তি তখন তারা মানতে চান না।
বুঝতে পারছেন তো ব্যাপারটা? তাই একটু ভাল করে লক্ষণগুলো মাথায় রেখে দিন। নিজের এবং অন্যেরও! দেখবেন, রাগটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সহজ হয়ে এসেছে!