দুর্গে রক্ষীর ভূত দেখে সঞ্চালক কি করলেন জানেন ?
কলকাতা টাইমস :
ডেরেক একোরা অনেকদিন ধরেই ব্রিটেনের একটি টিভি চ্যানেলে ভৌতিক অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন। ‘দি পাস্ট হান্টার’ নামের ওই সিরিজে তিনি বিভিন্ন ভৌতিক স্থানে অভিযান চালিয়ে ভূত খোঁজেন। তারই ধারাবাহিকতায় স্টেফোর্ডশ্যায়ারের ভূতুরে দুর্গে অভিযান চালান ডেরেক। সঙ্গে ছিল তার ভূত সন্ধানী দল।
দুর্গটি ভৌতিক বলে দুর্নাম থাকলেও এখন পর্যন্ত কারও পক্ষে তা দেখা অথবা ছবি-ভিডিও করার সৌভাগ্য হয়নি। তবে ডেরেক সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ভূতের ছায়া দেখা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে এক প্রতিবেদনে জানায়, আকৃতি দেখে দুর্গের কোনো রক্ষীর ভূত বলে মনে করছেন ঘোস্ট হান্টার ডেরেক একোরা। ভিডিওতে প্রায় ২০ সেকেন্ড ধরে ভূতটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিও দেখে বোঝা যাচ্ছিল, ভূতের ছায়ামূর্তিটি লোহার বর্ম ও শিরস্ত্রাণ পরে রয়েছে। ডেরেক বলছেন, অভিশপ্ত টুটব্যারি দুর্গের ভূত ছিল সেটি। এরই মধ্যে সেই পর্বটিও টেলিভিশনে প্রচার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সিরিজটির সহ-প্রযোজক বেক্স পালমারের স্ত্রীও সেখানে গেছেন। তিনিই প্রথম সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা ভূতকে দেখতে পান। এরপর ক্যামেরাসহ সবার চোখ ঘুরে যায় সেদিকে। বেশ কিছুক্ষণ রহস্যময় ছায়ামূর্তিটি দাঁড়িয়ে থাকার পর স্থান ত্যাগ করতে দেখা যায়।