January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

‘ট্রুকলার’ থেকে নিজেকে গোপন রাখতে চান ? এটা ট্রাই করুন  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্তমানে বহুল পরিচিত অ্যাপ ‘ট্রুকলার’। এটি ইন্সটল করা থাকলে আপনার ফোনে আসা কলারের সমস্ত তথ্য হাতের মুঠোয়। কিন্তু এমন অনেকেই আছেন যারা নিজেরা ট্রুকলার ব্যবহার করছেন না এবং তারা চান তাদের পরিচয়ও গোপন থাকুক। হ্যা, তেমন রাস্তাও আছে।

* ট্রুকলার অ্যাপে ঢুকে লগ ইন করে gear আইকনে ক্লিক করুন। এরপর About ট্রুকলার বেছে নিয়ে স্ক্রল ডাউন করুন। সেখানে Deactivate অপশন ক্লিক করলেই আড়ালে থাকার ছাড়পত্র পেয়ে গেলেন। তবে এরপরেও যদি ট্রু কলারে আপনার নাম থেকে যায় তাহলে Unlist পেজে গিয়ে নিজের মোবাইল নম্বর ও দেশের কোড নম্বর লিখতে হবে। কী কারণে আত্মগোপন করতে চান তা জানলেই আসবে ‘Captcha’-কোড। সেটি ভেরিফাই করে Unlist অপশনে ক্লিক করলে একেবারে নিশ্চিত মুক্তি।

 

Related Posts

Leave a Reply