হাসপাতালে টানা ৩ মাস মনিবের ফেরার অপেক্ষায় সারমেয়
কলকাতা টাইমসঃ
করোনায় মৃত মনিব। এদিকে তার ঘরে ফেরার অপেক্ষায় একটানা তিন মাস হাসপাতালের দোরগোড়ায় অপেক্ষারত তার পোষ্য। এমনই বিরল ঘটনার সাক্ষী থাকলো চীনের হুবেই প্রদেশ। জিয়া বাও নামে একটি মংগ্রেল প্রজাতির কুকুরের এই কান্ড তাক লাগিয়েছে সকলকে।
করোনার আঁতুরঘর বলে পরিচিত চীনের উহানের তাইকাং হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন ওই ব্যক্তি। কাছেই বাড়ি হওয়ায় তার পোষ্যটিও হাজির হয় সেখানে। পাঁচ দিনের মাথায় মৃত্যু হয় ওই ব্যক্তির। এদিকে জিয়া বাও মনিবের ফেরার অপেক্ষায় দিন গোনে।
হাসপাতালকর্মীরা তাকে দূরে রেখে দিয়ে এলেও ফের হাসপাতালে ফিরে আসে সে। এরপর হাসপাতাল কর্মীরাই তার খাবারের ব্যবস্থা করেন। এভাবেই প্রায় তিন মাস কেটে যায়। পরে কুকুরটিকে উহানের একটি পশু সংরক্ষণ কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়।