January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

ফের ২৫.৫০ টাকার ছেঁকা রান্নাঘরে

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ফের এলপিজির মূল্যবৃদ্ধি। ১ জুলাই মধ্যরাত থেকে দিল্লিতে সিলিন্ডার পিছু ২৫.৫০ টাকা করে দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধির পরে কলকাতায়  ডোমেস্টিক সিলিন্ডারের দাম পড়বে ৮৬১ টাকা। রাত ১২ টা থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে। এর আগে কলকাতায় এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ৮৩৫.৫০ টাকা। তেল বিপণন সংস্থাগুলি দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি দাম বাড়িয়েছে এলপিজির।
এবার থেকে গ্রাহকদের অতিরিক্ত ২৫.৫০ টাকা করে দিতে হবে। দেশের বিভিন্ন শহরে এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন এলপিজির দামের পর্যালোচনা করে। তারপরেই তারা দাম নিয়ে সিদ্ধান্ত নেয়।
দেশের মেট্রো শহরগুলিতে এলপিজির মূল্য দেশের চার মেট্রো শহরে এদিনের মূল্য বৃদ্ধির পরে দাম দাঁড়াল দিল্লি ৮৩৪.৫০ টাকা, কলকাতায় ৮৬১ টাকা, মুম্বইয়ে ৮৩৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা।

Related Posts

Leave a Reply