ভারতের দাবি উড়িয়ে ডমিনিকা জানিয়ে দিলো, দাউদ তাদের দেশের নাগরিক নন
কলকাতা টাইমসঃ
ভারতের দাবি উড়িয়ে আফ্রিকান দেশ ডমিনিকা জানিয়ে দিলো, দাউদ ইব্রাহিম তাদের দেশের নাগরিক নন। ভারতের দীর্ঘদিনের দাবি, বিভিন্ন নামে দাউদ পাকিস্তান, দুবাই এবং কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিকত্ব আদায় করে নিয়েছেন। প্রসঙ্গত, ডমিনিকায় বিশেষ ইকনমিক সিটিজেনশিপের সুযোগ রয়েছে, যার মাধ্যমে সে দেশের অর্থনীতিতে মোটা অঙ্কের বিনিয়োগ করলে নাগরিকত্ব পাওয়া যায়। অভিযোগ, তার মাধ্যমেই সে দেশের পাসপোর্ট জোগাড় করেছে দাউদ।
ভারতীয় দাবি খারিজ করে দেয় ডমিনিকার সরকার। একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘দাউদ ইব্রাহিম কাসকর কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিক নন। কোনও কালেই এ দেশের নাগরিক ছিলেন না তিনি। আর্থিক বিনিয়োগ বা অন্য কোনও উপায়েও নাগরিকত্ব দেওয়া হয়নি তাঁকে।’