ফের কিম জং-উনকে চিঠি দিলেন ডোনাল্ড ট্রাম্প
কলকাতা টাইমসঃ
ফের উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে চিঠি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই চিঠি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার বার্তায় জানিয়েছেন, সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের মাঝে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’র সঙ্গে তার ‘কুশল বিনিময়’ হয়েছে। ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাং কিম সাদা খামের মধ্যে ট্রাম্পের একটি চিঠি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র হিদার নুয়ার্ট এই সম্পর্কে বলেছেন, পম্পেও রি’র সঙ্গে আবারও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাতে সম্মতি জানান। তিনি বলেন, দু’দেশের মধ্যে গঠনমূলক আলোচনার বহু ক্ষেত্র রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা এই আসিয়ানের সম্মেলনে যোগ দেন। সম্মেলনে দেওয়া বক্তব্যে রি ইয়ং-হো বলেন, জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের সাক্ষাতে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়ন করতে পিয়ংইয়ং বদ্ধপরিকর।
দুই নেতার সাক্ষাতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে একটি সমঝোতা হয়। কিন্তু গতকাল জাতিসংঘের একটি রিপোর্ট থেকে জানা যায়, উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে।