টুইটারে কাওকে ব্লক করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প -নির্দেশ আদালতের
নিউজ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে কাওকে ব্লক করতে পারবেন না। বুধবার নিউইয়র্কের বিচারক নাওমি রিস বুচওয়াল্ড এই আদেশ দিয়েছেন। আদালত বলেছে, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট তাঁর ব্যক্তিগত নয়, তা একজন প্রেসিডেন্টের। ব্লক করার ফলে সংবিধান লঙ্ঘিত হয়। বিচারক বলেন, নিজের জন্য হতাশাজনক এমন কোনো মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্প এড়িয়ে যেতে পারেন। কিন্তু কোনোভাবেই টুইটার ব্যবহারবারীদের ব্লক করা যাবে না।
বিচারক বলেন, কোনো সরকারি কর্তাই আইনের ঊর্ধ্বে নন। বিচার বিভাগ যেটা আইন হিসেবে গণ্য করে তা সবাইকে মেনে চলতে হবে। আশা করছি ব্লকিং বিষয়টা সমাধান করবেন প্রেসিডেন্ট, যা আমরা অসাংবিধানিক হিসেবে বিবেচনা করছি। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে নানা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে থাকেন। এই জন্য টুইটারে নানান সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। যে কারণে বেশ কয়েকজন সমালোচককে ব্লক করে দেন তিনি।