ফেসবুক-টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প !
কলকাতা টাইমসঃ
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অসংলগ্ন এবং মিথ্যাচারের অভিযোগ এনে তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক এবং টুইটার। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি প্রাক্তন প্রেসিডেন্ট তথা সেদেশের বিজনেস টাইফুন। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘটা এই ঘটনার পরই ব্যক্তিগত উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির সংকল্প করেন মিস্টার ট্রাম্প। সেই সংকল্প অতি দ্রুত বাস্তবে পরিণত হতে চলেছে বলে খবর।
সূত্রের খবর, এবার সত্যিই নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বিশ্ব জুড়ে অন্তর্জাল দুনিয়ায় প্রবেশ করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী মুখপাত্র জেসন মিলার জানান, আগামী দু-তিন মাসের মধ্যেই ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া আত্মপ্রকাশ করতে চলেছে।