নতুন দল গঠনের পথে ডোনাল্ড ট্রাম্প
কলকাতা টাইমসঃ
শেষ পর্যন্ত আর টিকে থাকা গেলো না। মার্কিন ইতিহাসে ‘ক্যাপিটাল হিলসের’ কলঙ্কজনক ঘটনার শরিক হয়েই বিদায় নিতে বাধ্য হলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। চিরাচরিত প্রথা ভেঙে আজ নবনিযুক্ত প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা থেকেও বিরত থাকলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ১২৭ বছরের পুরোনো বাইবেল হাতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন।
হোয়াইট হাউস ছাড়ার আগে বিদায়ী ভাষণে জো বাইডেনের নাম মুখেও আনলেননা ট্রাম্প। একইসঙ্গে বিদায় লগ্নে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে রাখলেন প্রাক্তন প্রেসিডেন্ট। তার নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে ‘প্যাট্রিয়ট পার্টি’। ট্রাম্পের এই সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যেভাবে হাড্ডাহাডি লড়াই হয়েছে দু প্রার্থীর মধ্যে, এর পর ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত মার্কিন মুলুকে যথেষ্ট জল্পনা তৈরী করেছে।