বিশ্ববাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে আসার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
কলকাতা টাইমসঃ
ফের হুমকির সুর ডোনাল্ড ট্রাম্পের গলায়। এবার মার্কিন প্রেসিডেন্টের নিশানায় বিশ্ব বাণিজ্য সংস্থা। একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা বৈষম্যমূলক নীতি নিচ্ছে। অবিলম্বে এই নীতি পরিবর্তন না করা হলে আমরা সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেবো।’
ট্রাম্পের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বন্দ্ব নতুন নয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন নীতির সমালোচনা করে আসছেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমেরিকা বাদে সব দেশকেই আন্তর্জাতিক বাণিজ্যে সুবিধা করে দেওয়া হচ্ছে। সংস্থার সব সিদ্ধান্তেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ এখানেই না থেমে ট্রাম্প আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে বিশ্ব বাণিজ্য সংস্থা।
উল্লেখ্য, এরই মধ্যে চীনের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের ফলে বিশ্ববাজারে আলোড়ন তৈরি হয়েছে। বিভিন্ন দেশ থেকে আমাদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। এর জবাবে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ধার্য করা শুল্কের সমান অর্থমূল্যের শুল্ক চীনও আরোপ করেছে তাদের দেশে আমাদানি করা মার্কিন পণ্যের ওপর।