তুমুল বিক্ষোভের সময় ভয়ে বাংকারে লুকিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প

কলকাতা টাইমসঃ
হোয়াইট হাইজের সামনে আছড়ে পড়া তুমুল বিক্ষোভের সময় ভয়ে বাংকারে লুকিয়ে থাকতে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন সংবাদপত্রের খবর প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখতেই এই ব্যবস্থা নিয়েছিলেন ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট এজেন্টরা। সেই ঘটনার পর পরই তার টুইটার হ্যান্ডেলে ট্রাম্প লেখেন – ‘যদি তারা সীমানা পার করতো, তাহলে হিংস্র কুকুরের অভ্যর্থনা পেত। ভয়ঙ্কর অস্ত্র দিয়ে তাদের যত্ন করা হতো।’
জানা যাচ্ছে, শুক্রবার রাত থেকে আন্দোলনকারীরা হোয়াইট হাউজের আশপাশে জড়ো হতে থাকেন। সেখানে পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। সেই সময় মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে স্থানান্তরিত করেন। সাধারণত, সন্ত্রাসবাদী হামলার সময় এই বাংকার ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্টরা।